লংমার্চে গুলিবিদ্ধ ইমরান খান, যা বললেন শাহবাজ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০২২, ৭:০৪:১৮ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক: সরকারবিরোধী লংমার্চ চলাকালীন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান।
ডন জানিয়েছে, বৃহস্পতিবার পাঞ্জাব প্রদেশের ওয়াজিরাবাদের আল্লাহ হো চকের কাছে ইমরান খানের কন্টেইনারে গুলি চালায় অজ্ঞাত হামলাকারীরা। এতে তার পায়ে তিনটি গুলি লেগেছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানা গেছে।
পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরীর বরাতে ডনের খবরে বলা হয়, হামলায় ইমরান খান ছাড়াও আরও দুইজন আহত হয়েছেন। তারা হলেন সিনেটর ফয়সাল জাভেদ এবং আহমেদ চাত্তা। এ ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে।
নির্বাচনের দাবিতে দেশজুড়ে লংমার্চ পালনের অংশ হিসেবে বুধবার ওয়াজিরাবাদে সমাবেশ করছিলেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সেখানেই অজ্ঞাত বন্দুকধারীর হামলার মুখে পড়েন তিনি।
একাধিক টেলিভিশন চ্যানেল পায়ে ব্যান্ডেজ বাঁধা ইমরান খানকে দেখা গেছে। নিরাপত্তা টিমের সহযোগিতায় তাকে কন্টেইনার থেকে একটি গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে।
পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহকে তিনি অবিলম্বে রিপোর্ট প্রদানের নির্দেশ দিয়েছেন। ইমরান খানের সুস্বাস্থ্যও কামনা করেছেন তিনি।
শাহবাজ শরিফ বলেন, কেন্দ্রীয় সরকার পাঞ্জাব সরকারকে প্রয়োজনে তদন্ত ও নিরাপত্তায় সর্বপ্রকার সহায়তা প্রদান করবে। পাকিস্তানে সহিংসতার কোনো জায়গা নেই বলেও মন্তব্য করেন তিনি।