আজ থেকে সিলেট-জেদ্দা সরাসরি ফ্লাইট বিমানের
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০২২, ১:২২:১৩ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: আজ সিলেট থেকে সৌদি আরবের জেদ্দা রুটে সরাসরি ফ্লাইট চালু করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সপ্তাহের প্রতি সোমবার এ রুটে একটি করে ফ্লাইট চলবে আজ থেকে। প্রায় আড়াই শতাধিক যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ এ রুটে প্রথম যাত্রা করবে।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোমবার (২৪ অক্টোবর) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় জেদ্দার উদ্দেশে যাত্রা করবে। ফ্লাইটটি জেদ্দায় গিয়ে পৌঁছাবে স্থানীয় সময় রাত ১০টা ১০ মিনিটে।
সোমবার বিমানের ফ্লাইট বিজি-২৩৫ ঢাকা থেকে বিকাল ৪টা ৫০ মিনিটে উড্ডয়ন করে সিলেট পৌঁছাবে বিকেল সাড়ে ৫টায়।
অপরদিক থেকে ফিরতি ফ্লাইট জেদ্দা থেকে মঙ্গলবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে স্থানীয় সময় ১২টা ১০ মিনিটে ছেড়ে এসে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে বুধবার (২৫ অক্টোবর) সকাল ৯টা ৪৫ মিনিটে। এরপর ফ্লাইটটি সিলেট থেকে সকাল ১০টা ৪৫ মিনিটে ছেড়ে ঢাকায় পৌঁছাবে বেলা ১১টা ২৫ মিনিটে।
বিষয়টি নিশ্চিত করেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজুর রহমান। তিনি বলেন, ‘সিলেট থেকে জেদ্দায় সরাসরি ফ্লাইট চালু হওয়া আমাদের জন্য আনন্দের খবর। এতে যাত্রীরা কিছুটা হলেও স্বস্তি পাবেন। সেই সাথে পর্যটকদের জন্যও এটা একটি সুখবর।’