সিলেটের নাজমা যুক্তরাজ্যে সেরা কাউন্সিলর
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৪ অক্টোবর ২০২২, ১০:২৮:৫১ অপরাহ্ন
লন্ডন ও সিলেট অফিস: যুক্তরাজ্যে গুরুত্বপূর্ণ কাজের জন্য সেরা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সিলেটের নাজমা রহমান।
পেশায় পুষ্টিবিদ নাজমা ওয়েস্টহ্যামস্টেড এলাকার লেবার পার্টির প্রার্থী হয়ে টানা দুইবারের নির্বাচিত কাউন্সিলর। পাশাপাশি তিনি ডেপুটি মেয়রেরও দায়িত্ব পালন করছেন।
এ বছর যুক্তরাজ্যের লোকাল গভর্ণমেন্ট ইনফরমেশন ইউনিটের ‘রেজিলিয়েন্স এন্ড রিকভারি’ ক্যাটাগরিতে সেরা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন তিনি।
কাউন্সিলর নাজমা রহমান ও কাউন্সিলর আজাদুর রহমান আজাদ
উল্লেখ্য, সিলেট সিটি করপোরেশনের চার বারের নির্বাচিত কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদের স্ত্রী নাজমা।
আগামী ২০ অক্টোবর লন্ডনে জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে এ সম্মাননা প্রদান করা হবে। ব্রিটেনে জাতীয়ভাবে পরিচালিত এই সম্মাননার আয়োজন করেন লোকাল গভর্ণমেন্ট ইনফরমেশন ইউনিট।
ব্রিটেনের লেবার পার্টির রাজনীতির সাথে জড়িত নাজমা রহমান দীর্ঘদিন ধরে। তিনি লেবার পার্টির কিলবার্ন ও ওয়েস্টহ্যামস্টেড শাখার সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।