ফেঞ্চুগঞ্জে এসেছে বিদ্যুৎ, সিলেট শহরে এখনও আসেনি
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০২২, ৭:১৯:১৩ অপরাহ্ন
সিলেট অফিস : জাতীয় গ্রিডে বিপর্যয়ের (ট্রিপ) কারণে হঠাৎ করেই সিলেট, রাজধানী ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও কুমিল্লাসহ অর্ধেক বাংলাদেশে বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে।
সিলেটের ফেঞ্চুগঞ্জ শিল্প এলাকায় বিদ্যুৎ ফিরেছে সন্ধ্যা ৬-৫০ মিনিটে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত সিলেট শহরে বিদ্যুৎ সরবরাহ হয় নি বলে জানিয়েছেন মিরাবাজারের এক বাসিন্দা।
আজ দুপুর ২-০৫ মিনিটে অর্ধেক বাংলাদেশে বিদ্যুৎ বিপর্যয়ের প্রায় ৪০ মিনিট পর ময়মনসিংহ, জামালপুর, টাঙ্গাইল ও কিশোরগঞ্জ জেলার শহর এলাকায় বিদ্যুৎ ফিরে এসেছে।
চট্টগ্রাম শহরেও ৬-৪০ মিনিটে ফিরেছে বিদ্যুৎ, জামাল খান রোড থেকে একজন বাসিন্দা জানিয়েছেন।




