কিংবদন্তী ফুটবলার ব্যাকহাম রানিকে শ্রদ্ধা জানাতে ১৩ ঘণ্টা লাইনে (ভিডিও)
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২০ সেপ্টেম্বর ২০২২, ৬:১৪:৩১ অপরাহ্ন
লন্ডন অফিস : ব্রিটিশদের আবেগের কেন্দ্রবিন্দুতে থাকা রানীকে শেষ বিদায় জানাতে ওয়েস্টমিনস্টার এ্যাবেতে প্রতিদিন ঢল নেমেছিল লাখো মানুষের।
সব শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি রাণীর কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে এসেছেন অনেক বড় বড় রথী-মহারথীরাও। আর এরই মাঝে কিংবদন্তি ব্রিটিশ ফুটবলার ডেভিড ব্যাকহামের নিয়মানুবর্তিতা এক অসাধারণ উদাহরণ তৈরি করে প্রশংসা কুড়াচ্ছেন সর্বমহলে।
গত বৃহস্পতিবার বিকেলে ওয়েস্টমিনস্টার হলের সামনে লাইনে দাঁড়ান এই ফুটবল তারকা। তবে ততক্ষণে রানীকে শ্রদ্ধা জানানোর জন্য তৈরি হওয়া লাইন ৮ কিলোমিটারেরও বেশি দীর্ঘ হয়ে গেছে। খুব দ্রুত যে রানীর কফিনের কাছাকাছি পৌঁছাতে পারবেন না সেটি তিনি অনুমান করতে পেরেছিলেন। তবে পরম শ্রদ্ধেয় রানীকে শ্রদ্ধা জানানোর জন্য হাসিমুখে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে ছিলেন তিনি।
ব্যাকহামের এই অবস্থা দেখে এক ব্রিটিশ মেম্বার অব পার্লামেন্ট তার সাহায্যে এগিয়ে আসেন। দেশের কিংবদন্তি ফুটবলার এত দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকবেন তা হয়তো ঐ এমপির কাছে দৃষ্টিকটু লাগছিল। তিনি লাইন পাশ কাটিয়ে শ্রদ্ধা জানানোর প্রস্তাব দেন ব্যাকহামকে। তবে সেই প্রস্তাব ফিরিয়ে দেন ব্যাকহাম। সাধারণদের সাথেই অপেক্ষা করতে থাকেন শ্রদ্ধা জানানোর সারিতে।
এ সময়টাতে শ্রদ্ধা জানাতে আসা সাধারণ লোকজনের সাথে তিনি ছবি তুলেছেন,আড্ডা দিয়েছেন।তাদের মধ্যে ক্ষুধার্ত বেশ কয়েকজনের মাঝে বিলি করেছেন সঙ্গে করে নিয়ে আসা কেক জাতীয় খাবার-‘ডোনাট’। এভাবে টানা ১৩ ঘন্টা পার হওয়ার পর রানীর কফিনে শ্রদ্ধা জানানোর সুযোগ মিলে এই তারকা ফুটবলারের।




