চ্যাম্পিয়ন হল, টুর্নামেন্টের সব পুরস্কার জিতলো বাংলাদেশ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২০ সেপ্টেম্বর ২০২২, ১২:২৩:১৮ অপরাহ্ন
অনুপম স্পোর্টস ডেস্ক : নেপালকে তাদের ঘরের মাঠ কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ৩-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন হয় আজ সোমবার বাংলাদেশ নারী ফুটবল দল।
দুর্দান্ত পারফর্ম করে টুর্নামেন্টে সব পুরস্কার পায় বাংলাদেশ। চ্যাম্পিয়ন ট্রফির পাশাপাশি ফেয়ার প্লে ট্রফিও জিতে নেয় বাংলাদেশ।
সেরা গোলকিপার নির্বাচিত হন রুপনা চাকমা। দুটি হ্যাটট্রিকসহ সর্বোচ্চ (৮ গোল করে) গোলদাতার পুরস্কার জিতে নেন বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা খাতুন।
টুর্নামেন্টের শুরু থেকে দুর্দান্ত পারফরম্যান্স করে গোল্ডেন বুটও জিতে নেন সাবিনা।
একটা গোটা জাতির শিরোপা স্বপ্ন কিংবা চাপ কাঁধে নিয়ে খেলেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের মেয়েরা। কোচ ছোটনকে তারা কাঁধে তুলে উদযাপন করতে পারবেন না তা কি হয়! এই মেয়েগুলো তো ছোটনের মেয়ের মতোই। তাদের কাঁধে চড়ে কোচ হাসলেন, বোধহয় কেঁদেও ফেললেন।
এরপর শিরোপার মঞ্চে যান সাতক্ষীরার মেয়ে বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। দুই হ্যাটট্রিকে আসরের সর্বোচ্চ আট গোল করে টুর্নামেন্ট সেরার পুরস্কার নেন। এরপর হাতে নেন দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন হওয়ার স্বীকৃতি। স্বপ্নের শিরোপা হাতে তারা মাতেন উল্লাসে।




