ক্যাডার সার্ভিসের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন পরিকল্পনামন্ত্রীর
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০২২, ১২:৩৭:৩৫ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, আমাদের ক্যাডার সার্ভিস নিয়ে চিন্তা করার প্রয়োজন আছে। বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) পেশাগত-কারিগরি মিলিয়ে নানা ক্যাডার রয়েছে। এসব ক্যাডার বিভক্তের প্রয়োজনীয়তা আছে কি না- ভেবে দেখতে হবে। সেই সঙ্গে ক্যাডার সিস্টেমের প্রয়োজন কতটুকু সেটিও বিবেচনা করা দরকার।
রাজধানীর ফার্মগেটে মঙ্গলবার ২৩ আগস্ট বাংলাদেশ প্রশিক্ষণ ও উন্নয়ন সমিতির (বিএসটিডি) মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে, একজন বাঙালি ও কিউরিয়াস ব্যক্তি হিসেবে আমার কিছু অভিব্যক্তি আছে যা আমি সাহস করে বলে ফেলি। আদৌ কি ক্যাডার সিস্টেমের দরকার আছে? বিশ্বের স্বীকৃত উন্নত দেশ আমেরিকা-ইউরোপে কি এই সিস্টেম আছে। উন্নত দেশে ক্যাডার সার্ভিস না থেকে যদি ভালো পারফর্ম করে তাহলে আমরা কেন পারবো না। বৃটিশরা কি ক্যাডার সার্ভিসে কাজ করে? আমি নিজেও কিন্তু ক্যাডারের মানুষ, ক্যাডারের অনেক সুযোগ সুবিধা ভোগ করেছি। আমাদের কৃষক ও শ্রমিকের কি ক্যাডার আছে তারা কিন্তু অনেক ভালো করছে। আমাদেরও ক্যাডার নিয়ে চিন্তা করার প্রয়োজন আছে। এশিয়ায় প্রপার সেন্সে সিভিলাইজেশন হয় না। পাকিস্তান, ভারত বাংলাদেশে ক্যাডার সিস্টেম আছে ভয়ঙ্কর ভাবে। এতে কি লাভ হয়েছে দেশগুলোতে।’
সাবেক এই আমলা আরও বলেন, নানা ক্যাডারে বিভক্ত আমলাতন্ত্রের কী প্রয়োজন? তবে সার্ভিস থাকবে। যে যার দায়িত্ব পালন করবে। ডাক্তাররা ডাক্তারের দায়িত্ব পালন করবে। যে ব্যক্তি যে কাজে দক্ষ সেই ব্যক্তি সেই কাজে দায়িত্ব পালন করবে। জোর করে কারো ওপরে কোনো কাজ চাপিয়ে দেওয়া উচিত নয়।
বিএসটিডির প্রেসিডেন্ট এম জানিবুল হকের সভাপতিত্বে সেমিনারে আরও অংশ নেন মহাসচিব এম খায়রুল কবীর, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, নির্বাহী সদস্য বেগম সালেহা প্রমুখ।




