নিদনপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র সাধারণ সভা ও নৈশভোজ অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০২২, ১১:৪৬:০৭ অপরাহ্ন
লন্ডন অফিস: নিদনপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র সাধারণ সভা ও নৈশ ভোজ গত ০৮ অগাষ্ট বুধবার পূর্ব লন্ডনের চিলি গার্লিক রেষ্টুরেন্টে এক সাধারণ সভা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়।
ট্রাস্টের সভাপতি আবুল হুসেনের এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ট্রেজারার জামাল হোসেন।
উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন সভাপতি আবুল হোসেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি সফিক আলী, সিনিয়র উপদেষ্টা আজিজুর রহমান জয়নাল, উপদেষ্টা সেলিম উদ্দিন আহমেদ, সহ সভাপতি মুজিবুর রহমান মনা, সিনিয়র সদস্য মিজানুর রহমান দোলন, সিনিয়র সদস্য বেলাল উদ্দিন, সহ সাধারন সম্পাদক নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আমানুর রহমান, ট্রেজারার জামাল হোসেন, সদস্য রফিকুল ইসলাম রাসেল প্রমুখ।
সভায় সংগঠনের ২০২২-২০২৪ পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয় এবং কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়। নৈশভোজের মাধ্যমে সভার সমাপ্তি হয়।