ফেঞ্চুগঞ্জে সেনাবাহিনীর ডেউটিন ও নগদ অর্থ বিতরণ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৬ জুলাই ২০২২, ১:২৬:১৮ অপরাহ্ন
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: ফেঞ্চুগঞ্জ উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্থ ৫টি ইউনিয়নের ২০ পরিবারকে ডেউটিন ও নগদ অর্থ প্রদান করেছে
বাংলাদেশ সেনাবাহিনী ১৭ পদাতিক ডিভিশন।
সোমবার ২৫ জুলাই বেলা সাড়ে এগারটায় উপজেলার শেখ রাসেল শিশু পার্কে এ ডেউটিন ও অর্থ বিতরণ করেন এরিয়া কমান্ডার সিলেট এরিয়া মেজর জেনারেল হামিদুল হক। তিনি ক্ষতিগ্রস্থ বিশটি পরিবারের হাতে দুই বান ডেউটিন ও নগদ ১০ হাজার টাকা করে তুলে দেন। এছাড়াও তিনি প্রত্যেক পরিবারের কুশলাদি জিঞ্জেস করেন। এ সময় তার সাথে সেনাবাহিনীর বিভিন্ন স্থরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১৭ পদাতিক ডিভিশনের তত্বাবধানে ও ৬৫ ইষ্ঠ বেঙ্গলের ব্যবস্থাপনায় এ কার্যক্রম সম্পন্ন হয়।
পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেজর জেনারেল হামিদুল হক বলেন বন্যা শুরু থেকে বাংলাদেশ সেনাবাহিনী বন্যার্ত মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। এখন পুর্ণবাসন প্রক্রিয়া শুরু হয়েছে।
আমার তাদের পাশি আছি। মাননীয় প্রধানমন্ত্রী সব সময় পাশে আছেন।আমাদের এ প্রক্রিয়া চলমান রয়েছে।
এছাড়া ও সেনাবাহিনীর পক্ষ থেকে দিনব্যাপী একটি মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়।



