রাশিয়াকে কয়েক শ ড্রোন ও সমরাস্ত্র দিচ্ছে ইরান
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০২২, ৩:১২:২৫ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন তথা পশ্চিমা জোটের সাথে যুদ্ধে লিপ্ত রাশিয়াকে কয়েকশ ড্রোনসহ চালকবিহীন সমরাস্ত্র সরবরাহ করছে ইরান। এমনটাই আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। সোমবার (১১ জুলাই) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউস থেকে এক বিবৃতিতে এ আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রাপ্ত তথ্যে দেখা যাচ্ছে রুশ সামরিক বাহিনী ইউক্রেনে যথেষ্ট ক্ষয়-ক্ষতির শিকার হয়েছে।
এখন তারা টিকে থাকার চ্যালেঞ্জের মুখে পড়েছে। ইরান সরকার রাশিয়াকে যুদ্ধাস্ত্র বহনে সক্ষম ড্রোনসহ অনেক ড্রোন দেয়ার প্রস্তুতি নিচ্ছে। এই সংখ্যা কয়েক শ’ পর্যন্ত হতে পারে।
তিনি বলেন, আমাদের প্রাপ্ত তথ্যে এমনও ইঙ্গিত রয়েছে যে, এসব ড্রোন (মনুষ্যবিহীন আকাশ যান) ব্যবহারের জন্য ইরান রাশিয়ার সৈন্যদের প্রশিক্ষণ দেয়ারও প্রস্তুতি নিচ্ছে।
এটি এখনও পরিষ্কার নয় ইরান কি ইতোমধ্যে ড্রোন ও সামরিক যানগুলো রাশিযাকে সরবরাহ করে ফেলেছে কি না। নাকি সরবরাহ করার প্রক্রিয়া শুরু করেছে। যুক্তরাষ্ট্রের কাছে যথেষ্ঠ প্রমাণ রয়েছে এসব সমরাস্ত্র ব্যবহারের জন্য রুশ সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছে ইরান।
জ্যাক সুলিভান আরও বলেন, জো বাইডেন সামনে মধ্যপ্রাচ্য সফর শুরু করবেন।




