সিলেটে ৪৮ ঘণ্টা অগ্নি প্রজ্বলন, আতংকিত না হওয়ার আহ্বান
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১১ জুলাই ২০২২, ৯:৪৯:৪১ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক সোমবার দিবাগত (১২ জুলাই) রাত ১২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা সিলেটে শেভরন অগ্নি প্রজ্জ্বলন ব্যবস্থা চলমান রাখবে। এতে আতঙ্কিত না হওয়ার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে জালালাবাদ গ্যাস ফিল্ড কর্তৃপক্ষ।
সোমবার (১১ জুলাই) এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য ও আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট শাহপরাণ থানাধীন টিলাগড়ের আলুতল এলাকায় জালালাবাদ গ্যাস প্লান্টে রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে সোমবার দিবাগত রাত ১২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা অগ্নি প্রজ্জ্বলন ব্যবস্থা চলমান রাখবে শেভরন বাংলাদেশ। গ্যাস প্লান্ট সংলগ্ন এলাকার জনগণ ও পরিবেশ নিরাপদ রাখতে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে আতঙ্কিত না হয়ে কর্মএলাকার আশপাশে জনসমাগম পরিহার করে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণে এই গুরুত্বপূর্ণ কাজে সকলকে সহযোগিতা করতে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।




