যুক্তরাজ্যে দ্বিতীয় গোলাপগঞ্জ উৎসব সেপ্টেম্বরে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৬ জুলাই ২০২২, ১:৪৪:৩৩ অপরাহ্ন
লন্ডন অফিস: প্রথম আয়োজনের সফলতার পর দ্বিতীয়বারের মতো সার্বজনীন গোলাপগঞ্জ উৎসব যুক্তরাজ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী সেপ্টেম্বরে।
সকলের অংশগ্রহণে অনুষ্ঠানকে বর্ণিল ও প্রাণবন্ত করার লক্ষ্যে একটি উদযাপন কমিটি ঘোষণা করা হয়। যুক্তরাজ্যে বসবাসরত গোলাপগঞ্জ উপজেলার প্রবীণ মুরব্বিয়ান ও কমিউনিটির নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত ৭ সদস্য বিশিষ্ট সিলেকশন বোর্ডের প্রধান বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সিলেকশন কমিটির সদস্য সাংবাদিক আব্দুল মুনিম জাহেদী ক্যারল।
সভায় ছড়াকার আবু তাহেরকে আহ্বায়ক, তমিজুর রহমান রঞ্জুকে সদস্য সচিব ও মাসুদ আহমেদ জোয়ারদারকে কোষাধ্যক্ষ করে ১০১ সদস্য বিশিষ্ট একটি উদযাপন কমিটি ঘোষণা করা হয়। গোলাপগঞ্জের ঐতিহ্যকে সমুন্নত রেখে সকলের অংশগ্রহণের মাধ্যমে একটি সফল অনুষ্ঠান আয়োজনে পরামর্শমূলক বক্তব্য রাখেন সিলেকশন কমিটির সদস্য আনোয়ার হোসেন চেয়ারম্যান, গোলাপগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র সভাপতি ও সিলেকশন কমিটির সদস্য মোহাম্মদ ইসবাহ উদ্দিন, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে’র প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেকশন কমিটির সদস্য সায়াদ আহমেদ সাদ, CEG ক্যারম এসোসিয়েশন ইউকে’র চেয়ারম্যান ও সিলেকশন কমিটির সদস্য সেলিম উদ্দিন চাকলাদার, গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ শওকত আলী, সাধারণ সম্পাদক মোঃ দিলওয়ার হোসেন, গোলাপগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র সাধারণ সম্পাদক আব্দুল বাছির, ফুলবাড়ি উন্নয়ন সংস্থা ইউকে’র সভাপতি ও গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে’র উপদেষ্টা এমদাদ হোসেন টিপু, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে’র উপদেষ্টা ও প্রথম সার্বজনীন গোলাপগঞ্জ উৎসব এর সফল সদস্য সচিব মারুফ আহমেদ, বাঘা ইউনিয়ন ডেভলপমেন্ট এসোসিয়েশন ইউকে’র সভাপতি আবুল ফয়েজ,কমিউনিটি ব্যক্তিত্ব একলিম চৌধুরী, আব্দুল বারী নাছির, সাবেক কাউন্সিলর তারিক খান, শাহ সোহেল আমিন, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে’র কার্যকারি কমিটির সদস্য আব্দুল কাদির, আলী আমজাদ চৌধুরী হোসেন, তপু শেখ, বাংলা টিভি ও আই অন টিভির চীফ রিপোর্টার আব্দুল কাদির মুরাদ, এনটিভি ইউরোপ এর চীফ রিপোর্টার ও সংবাদ পাটক কয়েছ আহমেদ রুহেল, গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র যুগ্ম সাধারণ সম্পাদক মিছবাহ মাছুম, ইকবাল আহমেদ, রহিম উদ্দিন, দুলাল আহমেদ প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, সার্বজনীন গোলাপগঞ্জ উৎসব শুধু মাত্র একদিনের জন্য যুক্তরাজ্যে বসবাসরত গোলাপগঞ্জবাসীর মিলনমেলা। এটা কোন রাজনৈতিক কিংবা সামাজিক সংগঠন নয়। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার হাত প্রসারিত করে অনুষ্ঠানটিকে সফল করে তুলতে হবে। বিশ্বে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা গোলাপগঞ্জীরা তাদের শিকড় সম্পর্কে অবহিত করতে সার্বজনীন গোলাপগঞ্জ উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এটা সময় গোলাপগঞ্জবাসীদের জন্য এটা জাতীয় একটি উৎসবে পরিণত হবে। অন্যান্য উপজেলার নেতৃবৃন্দ এটাকে অনুসরণ করবেন।

