হবিগঞ্জ পৌর এলাকায় মাথাহীন মরদেহ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০২ জুলাই ২০২২, ২:০৯:৩৭ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: হবিগঞ্জে পৌর এলাকায় মাথাবিহীন একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২ জুলাই) সকালে পৌর এলাকার মাছুলিয়া থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
উদ্ধারকৃত মরদেহটি পৌরসভার ইনাতাবাদ এলাকার মোঘল মিয়ার ছেলে কদর আলীর (৪৫) বলে নিশ্চিত করেছেন নিহতের স্বজনরা।
স্থানীয়রা জানায়, শনিবার সকালে মাছুলিয়া খোয়াই নদীর পাড়ে স্থানীয় লোকজন একটি মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাথাবিহীন মরদেহটি উদ্ধার করে। পুলিশ মাথা উদ্ধারে অভিযান চালাচ্ছে।
হবিগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) দৌস মোহাম্মদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মাথা উদ্ধারে অভিযান চলছে।