বন্যার্তের হাতে শাহজালাল এনজিএফএফ স্কুলের খাদ্যোপহার
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৮ জুন ২০২২, ১০:০৪:৫২ অপরাহ্ন
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শাহজালাল এনজিএফএফ স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীগণের উদ্যোগে বন্যার্তদের হাতে সফলভাবে খাদ্যোপহার তুলে দেয়া হয়েছে।
আজ ২৮ জুন মঙ্গলবার উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে গিয়ে এ খাদ্যোপহার বন্যাপীড়িত মানুষের হাতে দেয়া হয়। এতে অংশ নেন স্কুলটির উপাধ্যক্ষ প্রণবকুমার সাহাসহ কিছু শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য, এর আগে মানবিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্যে স্কুলটির শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারীগণ ৮৫ হাজার ১৮৫ টাকা সংগ্রহ করেন।
শিক্ষাপ্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ প্রণব কুমার সাহা স্বাক্ষরিত বিবৃতিতে জানানো হয় উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রের ২২১ পরিবারে এ টাকায় কেনা ত্রাণসামগ্রী বিতরণ করা হবে।
আজ নির্ধারিত সময়ে বিতরণ করা খাদ্যোপহারসামগ্রী ছিল মুড়ি, চিড়া, গুড়, বিস্কুট, ওর স্যালাইন এবং খিচুড়ি।



