পদ্মা সেতুর স্বপ্নযাত্রা, খুলে দিলেন প্রধানমন্ত্রী দক্ষিণের দুয়ার
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৫ জুন ২০২২, ১২:৪০:৪৭ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: অতঃপর এলো সেই মাহেন্দ্রক্ষণ। ‘পদ্মাকন্যা’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্পর্শে শনিবার বেলা ১২টায় পদ্মা সেতুর দক্ষিণের দুয়ার খুলে যায়।
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে গত তিন দিন ধরেই পদ্মাপার এলাকা সেজেছে বর্ণিল রূপে। নানা রঙ-বেরঙের ফেস্টুনে ছেয়ে গেছে পদ্মাপার। পদ্মা বহুমুখী সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রমত্তা পদ্মায় লাল-সবুজের ৮০টি নৌকা প্রস্তুত রয়েছে।
এর আগে শনিবার সকাল ১০টা ৫০ মিনিটে মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী।




