বিশ্বনাথে বাস পিকআপ সংঘর্ষ: নিহত ১, আহত ১০
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৮ জুন ২০২২, ১২:৪০:৫৬ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট: পিকআপভ্যান ও একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে সিলেটের বিশ্বনাথে মোহাম্মদ আলী (৪২) নামের এক পথচারী মৃত্যু হয়েছেন। এ সময় আরো ১০ জন আহত হয়েছেন।
৭ জুন মঙ্গলবার বিকেলে বিশ্বনাথ-রশিদপুর সড়কের রামসুন্দর অগ্রগামী সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আলী সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার দোয়ারা বাজার ইউনিয়নের জাহিদপুর গ্রামের তাহিদ আলীর ছেলে। ঘটনার সময় স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল হাসপাতালে প্রেরণ করেন।
মঙ্গলবার বিকেলে সিলেট শহর থেকে ছেড়ে আসা বিশ্বনাথগামী যাত্রীবাহী বাস উপজেলা পৌর এলাকায় রামসুন্দর অগ্রগামী সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে একটি পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান।



