মালিক পক্ষের গাফিলতি থাকলে ছাড় দেয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৭ জুন ২০২২, ১২:১৫:৩৪ অপরাহ্ন
অফিসিয়ালি ৪১ জনের লাশ পাওয়া গেছে
অনুপম নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। আগুনের ঘটনায় মালিক পক্ষের কোনো অবহেলা আছে কি না, খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে কোনো লিকেজ পাওয়া গেলে মালিক পক্ষকে বিচারের মুখোমুখি করা হবে। এ ঘটনায় কারও অবহেলা কিংবা কেউ দায়ী থাকলে তাকে ছাড় দেওয়া হবে না।
সোমবার (৬ জুন) বিকেল ৩টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে আগুনে দগ্ধদের দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটা ভয়াবহ ঘটনা ঘটে গেছে। আন-অফিসিয়ালি আগুনে ৪৯ জন নিহত হওয়ার কথা জানানো হলেও অফিসিয়ালি জেনেছি ৪১ জনের লাশ পাওয়া গেছে। নিহতদের মধ্যে ফায়ার সার্ভিসের ৯ কর্মী রয়েছেন। আহতদের ঢাকা এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সবাইকে অনুরোধ করবো, হাসপাতালে এসে ভিড় না করতে। হাসপাতালে ভিড় করলে রোগীদের চিকিৎসাসেবায় ব্যাঘাত ঘটবে। হতাহতের ঘটনায় আমরা দুঃখপ্রকাশ করছি। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।
এর আগে বেলা ২টার দিকে সীতাকুণ্ডে সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপো পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুলসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
শনিবার (৪ জুন) রাত ৯টার দিকে সীতাকুণ্ডের সোনাইছড়ি এলাকায় বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। এ সময় আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় একটি কনটেইনার বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে ৪১ জন নিহত ও দুই শতাধিক মানুষ আহত হয়েছে।




