‘বিবিধ’ জুন সংখ্যা প্রকাশিত হয়েছে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০১ জুন ২০২২, ৮:৫৪:৩২ অপরাহ্ন
অনুপম সাহিত্য ডেস্ক : প্রকাশিত হয়েছে ইকতিজা আহসান সম্পাদিত ‘বিবিধ’ র জুন ২০২২ সংখ্যা। বর্তমান সংখ্যাটি বিবিধ’র ৫৪ তম সংখ্যা।
এই মহাবিশ্ব শুধু মানুষের একার নয়। তবু শুধু মানুষকে কেন্দ্রে রেখে সকল আলাপ, উন্নয়ন কর্মকাণ্ড এবং অন্যান্য কার্যক্রমের ধারা ও দর্শন খুবই শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত। অর্থাৎ মানুষ খুবই জোরালোভাবে এই গ্রহের সার্বিক জীবনের ইতিহাস থেকে নিজেকে বিচ্যুত করে, আলাদা করে কেবলই মানুষেরই এক জগত নির্মাণ করেছে অর্থাৎ ‘মানুষী-দুনিয়া’। কিন্তু ‘গ্রহীয়’ ইতিহাসের দিক থেকে দেখলে মানুষের সাথে অন্যান্য নানা প্রজাতির যাবতীয় জীবসত্তার বাসস্থান এই মহাবিশ্ব। বিষয়টি ”Global’ এবং ”Planetary’ দুইটি বর্গে আরও স্পষ্ট হয়ে ওঠে। বিখ্যাত ইতিহাস তাত্ত্বিক দীপেশ চক্রবর্তী মনে করেন, ‘গ্রহীয় পরিপ্রেক্ষিত থেকে জীববৈচিত্রের সঙ্গে মনুষ্য সভ্যতার সম্পর্ক ভাবাই নতুন ইতিহাস চর্চার কাজ। সেই এপ্রোচ থেকেই বিশ্বকে নাড়িয়ে দেয়া, উলোটপালোট করে দেয়া কোভিড-১৯ ভাইরাসের ছড়িয়ে পড়ার কারণ, এর ঐতিহাসিক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং প্রাকৃতিক প্রেক্ষাপট তুলে ধরেছেন ‘ অতিমারির যুগ? কোভিড-১৯ এর বৈশ্বিক ও গ্রহীয় প্রেক্ষাপট ‘ নামক এক প্রবন্ধে। প্রবন্ধটি ২০২০ সালে প্রথম প্রকাশ হয় ”Critical Inquiry’ ব্লগে। ‘বিবিধ’র পাঠকদের জন্য লেখাটি অনুবাদ করেছেন সারোয়ার তুষার।
নয়া-উদারনৈতিক দুনিয়া ফাটিয়ে বাঁচার দুনিয়া। লিবারেলিজম যেভাবে ফাটিয়ে ও ঠাপিয়ে বাঁচার প্ররোচনা দেয়, তেমনি সে সমাজে সরবরাহ করে নানা জিঘাংসা, সন্ত্রাস, ঘৃণা এবং অপরিমেয় সম্পদ শোষণের প্রবণতা। লিভাইজ জিন্সের একটা বিজ্ঞাপনের ভাষা ছিল ‘লিভ আনবাটনড’। বিজ্ঞাপন নির্মাণে কীভাবে ইমেজ অচেতনে কাজ করে, সেই ইমেজ কীভাবে একটা প্রেসক্রাইবড জীবনের দিকে ধাবিত করে, এবং সামগ্রিক এই ব্যবস্থাটিকে কীভাবে লিবারেল মতবাদ সমর্থন যোগায় ইত্যাদি নানা দিক বিশ্লেষণ করে আ-আল মামুন লিখেছেন ‘বোতাম খুলে ফাটিয়ে বাঁচো’ লেখাটি।
‘জনপ্রিয় বিজ্ঞান ‘ ও ‘বিজ্ঞানের জনপ্রিয়তা’ খুবই স্পষ্টভাবে আলাদা দুইটি ক্যাটাগরি। কিন্তু আমাদের মতো বিজ্ঞান চর্চায় অনুন্নত দেশে ‘পপুলার বিজ্ঞান’কেই বিজ্ঞান ভাবা হয়। এমনকি প্রযুক্তি ও বিজ্ঞানের সাথেও হরহামেশা আর পার্থক্য নির্দেশ করা হয় না। এই দিকটা তুলে ধরেছেন আহমেদ লিপু তাঁর ‘ প্রসঙ্গ: বিজ্ঞান-প্রযুক্তি, জনপ্রিয় বিজ্ঞান ও বিজ্ঞানের জনপ্রিয়তা’ লেখাটিতে।
তুরস্ক ভ্রমণ শেষে দেশে ফিরে ভ্রমণের নানাদিক নিয়ে লিখেছেন কবি কামরুল হাসান। লেখাটি ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে।
সুব্রত অগাস্টিন গোমেজ আশির দশকের একজন প্রভাবশালী কবি। ২০০৩ সালে প্রকাশিত তাঁর ‘পুলিপোলাও’ কাব্যগ্রন্থ নিয়ে একটি আলোচনা করেছেন মাহফুজুর রহমান সজীব।
এছাড়া রয়েছে রওশন রুবীর গল্প। আয়শা ঝর্না, পিয়াস মজিদ, ফারহিন ভূঁইয়া ন্যান্সি ও আকিব শিকদারের গুচ্ছ কবিতা আছে এতে।
এ সংখ্যার প্রচ্ছদ করা হয়েছে কবি জহির হাসানের স্কেচ অবলম্বনে।