শাহজি বাজার বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড (ভিডিও)
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৯ মে ২০২২, ১২:৩৫:৪০ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজি বাজারের পিডিবির একটি বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ আগুন লেগেছে। এতে প্রায় শত কোটি টাকা দুটি ট্রান্সফরমার পুড়ে যায় বলে জানা গেছে। রোববার (২৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন শাহজীবাজারের ৩৩০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রে এ ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ও মাধবপুর ফায়ার স্টেশনের কর্মীরা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনার জন্য কাজ করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে আকস্মিকভাবে ৩৩০ মেঘাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রের পাওয়ার ট্রান্সফরমার ও অক্সিলারি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। মুহুর্তে মধ্যেই আগুন বাড়তে থাকলে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে ছুটে যান।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, ট্রান্সফরমারে থাকা তেল অথবা কোন ক্যাবল এর স্পার্ক থেকে আগুনের ঘটনা ঘটেছে। তবে আগুনের উৎস সম্পর্কে এখনও কতৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ মহিবুর রহমান জানান, অক্সিলারি ট্রান্সফরমারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। পাওয়ার ট্রান্সফরমারের আগুনে নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।