কী হতে যাচ্ছে কাল পাকিস্তানে?
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৫ মে ২০২২, ১২:১৮:৫৪ অপরাহ্ন
অনুপম প্রতিবেদক : ইমরান খানের সাফ কথা- কাল দেখা যাবে আমলারা, দেশের বিচার বিভাগ, পুলিশ চোর আর আমেরিকার চাকর সরকারের পক্ষে, নাকি ‘ পাকিস্তানের আসল আজাদি’র পক্ষে থাকে।
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইয়ের নেতাদের বাড়িতে বাড়িতে তল্লাশি অভিযান পরিচালনা করেছে পুলিশ।
জিও টিভি অনলাইনের খবরে বলা হয়, সোমবার গভীর রাতে পাঞ্জাব পুলিশ সাবেক জ্বালানি মন্ত্রী হাম্মাদ আজহার, উসমান দার এবং বাবর আওয়ানসহ একাধিক পিটিআই নেতার বাড়িতে অভিযান চালায়। লাহোরে অভিযান চালানোর একজন পুলিশ কনস্টেবলকেও গুলি করে হত্যা করা হয়।
পিটিআই-এর (তেহরিক-ই ইনসাফ, পাকিস্তান) জ্যেষ্ঠ সহ-সভাপতি ফাওয়াদ চৌধুরী এক সংবাদ সম্মেলনে ২৫ মে (বুধবার) থেকে শুরু হতে যাওয়া ‘আজাদি মার্চ’ বন্ধ করার জন্য শক্তি প্রয়োগের বিরুদ্ধে সরকারকে সতর্ক করার কয়েক ঘণ্টা পর এসব ঘটনা ঘটে।
সাবেক তথ্যমন্ত্রী সরকারে উদ্দেশে বলেন, তারা চাইলে পিটিআই নেতা-কর্মীদের গ্রেপ্তার করতে পারেন। তবে এর ফল ভালো হবে না।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ মঙ্গলবার ঘোষণা দিয়েছেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে তারা রাজধানী ইসলামাবাদে ইমরান খানের লং মার্চ হতে দেবে না।
২৫ মে বুধবার ইসলামাবাদে লং মার্চের ডাক দেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।
ইসলামাবাদে একটি সংবাদ সম্মেলনে মন্ত্রী রানা সানাউল্লাহ বলেন, সরকার পিটিআইকে লং মার্চের আড়ালে ‘আতঙ্ক এবং বিশৃঙ্খলা’ ছড়াতে দেবে না। তাদের আটকানো হবে যেন তারা বিভ্রান্তিকর এজেন্ডা প্রচার না করতে পারে।
তিনি আরও বলেন, তারা মানুষকে হেনস্তা করা থেকে এখন বুলেটে গেছে। লাহোরে একজন পুলিশ কনস্টেবলকে হত্যা করা হয়েছে।
রানা সানাউল্লাহ দাবি করেছেন, পিটিআইয়ের নেতারা খাইবার পাখতুনকায় জড়ো হয়েছে। তারা সেখান থেকে উচ্ছৃঙ্খল জনতা এনে সরকারের ওপর আঘাত হানার পরিকল্পনা করছে।
তিনি বলেছেন, তারা উচ্ছৃঙ্খল হয়ে আসতে চাচ্ছে। এটির কোনো সাংবিধানিক বৈধতা নেই। এটি হতে দেওয়া হবে না।
তিনি আরও জানান, ইমরান খান পাকিস্তানকে ভাগ করতে চাচ্ছেন। তার কথায় কান না দিতে জনগনের প্রতি আহ্বান জানিয়েছেন রানা সানাউল্লাহ।
এদিকে ইমরান খানের লং মার্চকে ঘিরে দুইদিন যাবত উত্তপ্ত হয়ে আছে ইসলামাবাদ। লং মার্চ ঠেকাতে বিভিন্ন প্রদেশ থেকে অতিরিক্ত পুলিশ ও প্যারামিলিটারি সদস্যদের নিয়ে এসেছে দেশটির সরকার।
কিছুক্ষণ আগে পাকিস্তানের দ্য ডনের খবর-
পেশওয়ারে দলের যুব শাখার সভায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, তিনি ক্ষমতায় থাকাকালে বিরোধীদের কর্মসূচিতে বাধা দেন নি। আগামীকালের লং মার্চে বাধা দেয়া হলে, সব প্রতিবন্ধকতা জনসমুদ্রের স্রোতে সাফ করা হবে। তিনি বলেন, আগামীকালের লং মার্চ রাজনীতির না, জিহাদ – ফ্যাসিস্টদের বিরুদ্ধে। কারণ দাসত্বের চেয়ে মরে যাওয়া উত্তম।




