সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০২ মে ২০২২, ৪:৩০:১৯ অপরাহ্ন
‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ/তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানী তাগিদ’। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এ গানটির কথা মর্মার্থ সুর অসাধারণ। সত্যিই তো, ঈদ আসে আপনাকে বিলিয়ে দিয়ে সামগ্রিক আনন্দধারায় মিশে যেতে।
এক মাস রোজা পালনের পর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল ফিতর।
ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। এবারের ঈদুল ফিতর গতবারের তুলনায় সহজ স্বাভাবিক মেলামেশার যদিও, যেহেতু বৈশ্বিক মহামারি করোনাভাইরাস এখনও আছে দুর্বল হয়ে আমাদের দেশে, সেহেতু আমরা স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপন করি সে-ই ভাল।
অনুপমনিউজটুয়েন্টিফোর পরিবারের পক্ষ থেকে সকল পাঠক, বিজ্ঞাপন দাতা, জেলা-উপজেলার সংবাদদাতা ও দেশ বিদেশের সকল শুভানুধ্যায়ীকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক, আল্লাহ আমাদের সহায় হোন, আমিন। – সম্পাদক




