বিস্ময়করভাবে রুশ মুদ্রার দাম বাড়লো ডলারের বিপরীতে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০১ মে ২০২২, ৬:১৯:৫১ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক : ৭ মার্চ এক ডলারে বিপরীতে পাওয়া যেত ১৩৫ রুবল। এখন এক ডলারের বিপরীতে পাওয়া যাচ্ছে ৬৮/৭১ রুবল। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, গত শুক্রবার গেল দুই বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে বেশি ছিল রুবলের দাম।
‘অবন্ধুসুলভ’ দেশগুলোর কাছে রুশ মুদ্রা রুবলে জ্বালানি বিক্রি করা হবে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এমন ঘোষণার পরই ডলারের বিপরীতে বেড়েছে রুবলের দাম।
সিএনএনের খবর বলছে, নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন পশ্চিমা দেশে রাশিয়ার সম্পদের একটা বড় অংশ আটকা পড়েছে। সেই জব্দ হওয়া অর্থে হাত না দিয়ে বিকল্প উপায়ে বৈদেশিক খরচ মেটাতে রাশিয়া রুবলে তেল ও গ্যাস বিক্রির ঘোষণা দেয়। আর এমন ঘোষণার পরই গেল দুই মাসে অনেকটা বেড়েছে রুবলের চাহিদা।




