হাসপাতাল ছাড়লেন কিংবদন্তি পেলে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৩ এপ্রিল ২০২২, ৮:১১:৪৬ অপরাহ্ন
অনুপম স্পোর্টস ডেস্ক : হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন কিংবদন্তি ফুটবলার পেলে গতকাল। কোলন টিউমারের নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে গত মঙ্গলবার সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
পরিবার ও চিকিৎসক সূত্রে জানা যায়, বর্তমানে পেলের শারীরিক অবস্থা ভালো ও স্থিতিশীল আছে। তবে নিয়মিত চিকিৎসা চালিয়ে যেতে হবে।
তিন দিন পর কাল হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন পেলে। শারীরিকভাবে ভালো আছেন ৮১ বছর বয়সী ব্রাজিলের হয়ে তিনবার বিশ্বকাপজয়ী কিংবদন্তি।
শারীরিক কিছু সমস্যা দেখা দেয়ায় গত সেপ্টেম্বরের শুরুতে নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে হাসপাতালে নেয়া হয়েছিলো পেলেকে। সেখানেই তার বৃহদান্ত্রে টিউমার ধরা পড়ে এবং অস্ত্রোপচার করা হয়। প্রায় এক মাস হাসপাতালে থাকার পর অক্টোবরে বাড়ি ফেরেন তিনি। এরপর থেকে নিয়মিত কেমোথেরাপি চলছে তার।




