হৃদয়ে শ্রীমঙ্গলের এক হাজার পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল ২০২২, ৭:০৩:০৮ অপরাহ্ন
লন্ডন অফিস : পবিত্র রমজান উপলক্ষে যুক্তরাজ্য ভিত্তিক সামাজিক সংগঠন হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে উপজেলার মধ্যবিত্ত, গরিব ও অসহায় পরিবারের মধ্যে ১২ এপ্রিল মঙ্গলবার শ্রীমঙ্গলের ভানুগাছ রোডের জেলা পরিষদ মিলনায়তনে এক বিশাল রমজানের খাদ্য সামগ্রী বিতরণ পরিচালিত হয়।
হৃদয়ে শ্রীমঙ্গলের সভাপতি জহির উদ্দিন চৌধুরী বাবলুর সভাপতিত্বে এবং প্রধান সমন্বয়ক মুসাব্বির আলী মুন্না ও দেলওয়ার হোসেন মামুনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবু ভানুলাল রায়। অনুষ্ঠান উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মোনাজাত পরিচালনা করেন শ্রীমঙ্গল থানা জামে মসজিদের খতিব আলহাজ মাওলানা হাফেজ মোঃ আব্দুল কুদ্দুস নিজামী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হৃদয়ে শ্রীমঙ্গলের সম্মানিত উপদেষ্টা কামরুজ্জামান জুয়েল।
সার্বিক তত্ত্বাবধায়ক হৃদয়ে শ্রীমঙ্গলের সেক্রেটারি আব্দুর রকিব রাজু ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা জানান। তাছাড়া ভার্চুয়াল বক্তব্যের মধ্য দিয়ে সংগঠনের বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মকান্ড তুলে ধরেন হৃদয়ে শ্রীমঙ্গলের প্রধান নির্বাহী এম এ হক কায়েস।
বক্তব্যে বলা হয়, সবাই কমবেশি অবগত রয়েছেন যে হৃদয়ে শ্রীমঙ্গল বিগত পাঁচ ছয় বছর ধরে উপজেলাব্যাপী নানাবিধ সমাজকল্যাণমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। এর মধ্যে রয়েছে অসুস্থ মানুষের চিকিৎসা খরচ যোগানো, বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে রিকশা, সেলাই মেশিন ইত্যাদি বিতরণ, বিশুদ্ধ পানির জন্য গভীর নলকূপ স্থাপন, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা প্রদান এবং প্রাকৃতিক দুর্যোগ ও অন্যান্য দুর্ভোগের সময় খাদ্য সামগ্রী উপহারসহ নানাবিধ সহায়তা প্রদান ।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ নানাবিধ কারণে ঊর্ধ্বগামী বৈশ্বিক দ্রব্যমূল্যের সাথে বাংলাদেশও লাগামহীনভাবে বেড়ে চলছে খাদ্যসামগ্রীর ক্রয়মূল্য। পবিত্র এই রমজান মাসে সারাদিনের রোজা শেষে রাতেও অভুক্ত হয়ে থাকতে হচ্ছে অগণিত পরিবারকে।
মানবতার চরম এই দুঃসময়ে হৃদয়ে শ্রীমঙ্গল অতীতের মতো এ বছরও শ্রীমঙ্গল উপজেলার ১০০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। বক্তারা বলেন, হৃদয়ে শ্রীমঙ্গলের এই মহৎ কর্মসূচি অনুসরণ করে অন্যান্য সংগঠন এবং বিত্তশালীদেরকেও মানবতার এই দুঃসময়ে এগিয়ে আসা উচিত।
আর্তমানবতার সেবায় অনুষ্ঠিত উক্ত কর্মসূচীতে হৃদয়ে শ্রীমঙ্গলের পক্ষ থেকে ১০০০ পরিবারের মধ্যে রমজানের খাদ্য সামগ্রী এবং যাতায়াত খরচ বাবত জনপ্রতি ৫০ টাকা করে দেয়া হয়। দাতব্য সংস্থা আব্দুল জব্বার আজিজুন নেসা (আজ্আন্) ফাউন্ডেশনের সৌজন্যে যাতায়াত খরচ প্রদান করা হয়।
খাদ্য সামগ্রীর প্রতিটি ব্যাগের মধ্যে রয়েছে একটি পরিবারের পবিত্র রমজানের বাকি দিনগুলো জন্য পর্যাপ্ত পরিমাণ খাদ্য সামগ্রী। এর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, পিয়াজ, তেল, লবন, চানা ও খেজুর। খাদ্য সামগ্রীর অন্যতম আইটেম লবণের খরচ বহন করেন বিশিষ্ট ব্যবসায়ী মোবারক হোসাইন।
অনুষ্ঠানটি বিশেষভাবে তত্ত্বাবধান করেন অন্যতম প্রধান সমন্বয়ক সালেহ চৌধুরী এবং বাংলাদেশের ২৩ সদস্য বিশিষ্ট সমন্বয়ক টিম। সমন্বয়ক টিমের পক্ষ থেকে বেশ কয়েকজন সমন্বয়ক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
অনুষ্ঠানকে অক্লান্ত পরিশ্রম ও সার্বিক সহযোগিতার মাধ্যমে সাফল্যমন্ডিত করে তোলার জন্য হৃদয়ে শ্রীমঙ্গলের ইউকে কার্যনির্বাহী কমিটির সকল সদস্য, উপদেষ্টা ও সদস্যবৃন্দ এবং বাংলাদেশের প্রধান সমন্বয়কদ্বয়, সমন্বয়ক এবং সদস্যবৃন্দ, হৃদয় শ্রীমঙ্গলের দেশ বিদেশের সকল সদস্য, শুভাকাঙ্খীবৃন্দ, আর্থিক অনুদান প্রদানকারি এবং খাদ্য সামগ্রী গ্রহিতাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।