সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদের মৃত্যুতে বিকল্পধারা ও লিবডেম নেতা অহিদ উদ্দিনের শোক
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৯ মার্চ ২০২২, ৩:০২:১৬ অপরাহ্ন
বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের মৃত্যুতে বিকল্পধারা কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, যুক্তরাজ্য শাখার সভাপতি এবং রেডব্রিজ কাউন্সিলের চার্চফিল্ড ওয়ার্ডে লিবডেমের প্রথম ব্রিটিশ বাংলাদেশী কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ অহিদ উদ্দিন গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন।
উল্লেখ্য যে, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ আজ ১৯ মার্চ শনিবার সকালে ঢাকার সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের মৃত্যুর খবর জেনে যুক্তরাজ্যের বিকল্পধারা ও লিবডেম নেতা মোহাম্মদ অহিদ উদ্দিন গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন। তিনি এক শোকবাণীতে বলেন, ৯০-এর স্বৈরাচারমুক্ত বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কারে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের অবদান দেশের মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করবে। তাঁর মৃত্যুতে আমরা বাংলাদেশের একজন কৃতি সন্তানকে হারালাম।
অহিদ উদ্দিন মরহুম বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের রুহের মাগফেরাত কামনা করে বলেন, আল্লাহ তাঁর পরিবারের সদস্যদের এই শোক ও বেদনা সইবার শক্তি প্রদান করুন।