সৈয়দপুর যুবকল্যাণ পরিষদ লন্ডনের অভিষেক ও বর্ষপূর্তি অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ ২০২২, ৯:৪৪:৫৩ অপরাহ্ন
লন্ডন অফিস : প্রবাসে ঐতিহ্যবাহী গ্রাম সৈয়দপুরের প্রথম যুব সংগঠন সৈয়দপুর যুবকল্যাণ পরিষদ লন্ডনের নবগঠিত কমিটির অভিষেক ও বর্ষপূর্তি অনুষ্ঠান পূর্ব লন্ডনের রিজেন্টস লেক হল এ অনুষ্ঠিত হয়।
লন্ডনসহ যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত সৈয়দপুরবাসী ও কমিউনিটি নেতৃবৃন্দের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণের মাধ্যমে নবগঠিত কমিটিকে করতালি দিয়ে অভিষিক্ত করা হয়।
অনুষ্ঠানের প্রথম পর্বে ছড়াকার সৈয়দ দিলু নাসেরের পরিচালনায় নবগঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও ট্রেজারারকে ফুলেল শুভেচ্ছা জানান সদ্যবিদায়ী সভাপতি, সাধারণ সম্পাদক ও ট্রেজারার।
সংগঠনের নবনির্বাচিত সভাপতি সৈয়দ তারেক আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সুহেল আহমদের পরিচালনায়
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে রাখেন ট্রেজারার সৈয়দ মামুন আহমদ।
সৈয়দ শুয়াইব আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্যে রাখেন টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র জন বিগস।
অনুষ্ঠানে সৈয়দপুরের বিশিষ্ট জনের মধ্য থেকে বক্তব্যে রাখেন অধ্যাপক ফরিদ আহমদ রেজা, বিশিষ্ট সাংবাদিক সৈয়দ নাহাস পাশা, প্রবীণ মুরুব্বী মাষ্টার সৈয়দ ফররুখ আহমদ, সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মল্লীক শাকুর ওয়াদুদ ও মোহাম্মদ তারিফ আহমদ, প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ সাদেক আহমদ,সদ্যবিদায়ী সভাপতি মোঃ মোস্তাকুজ্জামান খোকন, সাংবাদিক সৈয়দ আনাস পাশা, মাওলানা সৈয়দ তামিম আহমদ ও মাসুক ইবনে আনিসসহ কমিউনিটির বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।
পরিশেষে সৈয়দপুর গ্রামের সকল মুর্দেগানের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন সংগঠনের সহ সভাপতি মাওলানা সৈয়দ নাঈম আহমদ।