মারা গেছেন ৫ জন, শনাক্তের হার ১.৮৬
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০২২, ৬:০৮:২১ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত ভাইরাসটিতে মারা গেলেন ২৯ হাজার ১০৫ জন।
আর ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২৫৭ জনের। এ নিয়ে মোট শনাক্ত বেড়ে দাঁড়াল ১৯ লাখ ৪৯ হাজার ৫৫ জনে।
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৮০১টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার বিপরীতে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৮৬ শতাংশ।
২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৩৯৯ জন। এ নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৮ লাখ ৫৭ হাজার ৬৪৮ জন।
২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনই পুরুষ এবং তারা ঢাকা বিভাগের বাসিন্দা। সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে।