জৈন্তাপুরে একদিনের ব্যবধানে দুই লাশ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৯ মার্চ ২০২২, ১১:২৩:১১ অপরাহ্ন
সংবাদদাতা : সিলেটের জৈন্তাপুর উপজেলায় একদিনের ব্যবধানে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার চিকনাগুল ইউনিয়নের ঘাঠেরচটি এলাকা থেকে ডালিম আহমদ (২২) নামের এক যুবকের গলাকাটা লাশ ও সোমবার বিকেল ৩ টার দিকে একই এলাকার তারেক হাজীর মৎস্য খামারের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত আরেক ব্যক্তির লাশ উদ্ধার করে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ।
জানা যায়, ডালিম আহমদ পেশায় রাজমিস্ত্রি। তিনি উপজেলার চিকনাগুল ইউনিয়নের ঘাঠেরচটি গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (৫ মার্চ) ডালিম তার স্ত্রীকে নিয়ে শশুরবাড়ি ঠাকুরের মাটি এলাকায় বেড়াতে যায়। সেখান থেকে রাতে বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা করলেও সে আর বাড়ি ফিরে যায়নি। বাড়ীতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে। নিকট আত্মীয় সহ সম্ভাব্য সকল স্থানে খোঁজ নিয়ে কোন রকম সন্ধান না পেয়ে তার বাবা বাচ্চু মিয়া রোববার (৬ মার্চ) জৈন্তাপুর মডেল থানায় একটি সাধারণ ডায়রি করেন।
মঙ্গলবার (৮ মার্চ) রাত ১০টার দিকে ডালিমের সন্ধানে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃতে বের হয় পুলিশের একটি ইউনিট। খোঁজাখুঁজির এক পর্যায়ে রাত ১টায় দিকে ঘাঠেরচটি এলাকার নায়াটিলা জামে মসজিদ সংলগ্ন একটি বিদ্যুতের খুঁটিতে রক্ত দেখতে পায় তারই সূত্র ধরে মসজিদের পাশের কৃষি জমিতে মাটি চাপা অবস্থায় ডালিমের লাশ খুঁজে পায় পুলিশ। রাত ২টায় পুলিশ ডালিমের গলা কাটা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদের জানান, ধারনা করা হচ্ছে দুর্বৃত্তরা ডালিমকে গলা কাটে, হাত ও পা কেটে হত্যার পর মাটি চাপা দিয়ে ফেলে যায়। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বাকিটা জানা যাবে।



