ট্যুরিস্ট ভিসা খুলতে যাচ্ছে মালয়েশিয়া
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৮ মার্চ ২০২২, ৯:১৩:৩৯ অপরাহ্ন
আহমাদুল কবির, মালয়েশিয়া: করোনা মহামারির সময়ে স্থগিত হওয়া ট্যুরিস্ট ভিসা টানা ২ বছর পর পুরোদমে চালু করার ঘোষণা দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকোব।
মঙ্গলবার (৮ মার্চ) দেশটির প্রধানমন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকোব এক বিবৃতিতে বলেছেন, ১ এপ্রিল থেকে আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য সীমানা সম্পূর্ণরূপে আবার খুলে দেওয়া হবে।
প্রধানমন্ত্রী বলেন, দর্শনার্থীদের পাশাপাশি মালয়েশিয়া থেকে ফেরত আসা কর্মী যারা সম্পূর্ণরূপে টিকাপ্রাপ্ত বা বুস্টার ডোজ গ্রহন করেছেন তারা খুব সহজেই মালয়েশিয়া প্রবেশ করতে পারবেন।
এক্ষেত্রে তাদের কোন কোয়ারেন্টাইনে থাকার প্রয়োজন নেই। তবে তাদের অবশ্যই যাত্রার দুই দিন আগে একটি আরটি-পিসিআর পরীক্ষা এবং পৌঁছানোর পরে একটি দ্রুত পরীক্ষা ( আরটিকে) করতে হবে।
সর্বশেষ ২০২০ সালের মার্চ মাস থেকে পর্যটন সহ সব ধরনের ভিসার কার্যক্রম বন্ধ করে দেশের সীমানা সম্পূর্ণ রূপে বন্ধ করে দেওয়া হয়েছিল। তখন মহামারীর কারণে বিদেশীকর্মী ও পর্যটকদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়।
মালয়েশিয়ার প্রাপ্তবয়স্ক জনসংখ্যার প্রায় ৯৮ শতাংশ সম্পূর্ণরূপে টিকা দেওয়া হয়েছে এবং অর্ধেকেরও বেশি বুস্টার ডোজ পেয়েছেন।
যদিও সাম্প্রতিক সময়ে ওমিক্রন প্রাদুর্ভাবের কারণে দেশের দৈনিক নতুন করে করোনা সংক্রমণ প্রায় ৩০ হাজারেরও বেশি সনাক্ত হয়েছে। যা ২০২০ এর মার্চে প্রথম করোনা ঢেউয়ের চেয়ে ৫ গুন বেশি। তবে বর্তমানে টিকা গ্রহনের ফলে সংক্রমণ উপসর্গহীন ছিল।
স্বাস্থ্যমন্ত্রী খায়রি জামালুদ্দিন বলেছেন, আমরা এখন করোনার সাথেই জীবনযাপন করতে অভ্যাস্থ হয়ে গেছি তাই লকডাউনের কোন চিন্তা না করে টিকা গ্রহন ও সচেতনতার উপর নজর দিচ্ছি। পাশাপাশি শিশু ও বয়স্কদের প্রতি আরও যত্নশীল হতে জনগন কে পরামর্শ দিয়েছি।