গণটিকার দ্বিতীয় ডোজ ২৮ মার্চ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৭ মার্চ ২০২২, ১১:৫০:০৬ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : দেশে গণটিকা কার্যক্রমে প্রথম ডোজ নেওয়া ব্যক্তিদের দ্বিতীয় ডোজ দেওয়া হবে আগামী ২৮ মার্চ। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী জানান, এই কার্যক্রমের আওতায় তিনদিনে প্রায় ২ কোটি ২৫ লাখ ডোজ টিকা দেওয়া হয়। যারা প্রথম ডোজ পেয়েছেন এমন ব্যক্তিরা ২৮ মার্চ থেকে দ্বিতীয় ডোজ নিতে পারবেন। বিশেষ টিকা ক্যাম্পেইনে যারা প্রথম ডোজ নিয়েছেন, তারা যে কোনো কেন্দ্রে এসেই দ্বিতীয় ডোজ টিকা নিতে পারবেন।
জাহিদ মালেক জানান, এখন পর্যন্ত টিকার দ্বিতীয় ডোজ পাওয়ার অপেক্ষায় আছেন প্রায় তিন কোটি ৮৬ লাখ মানুষ।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে রোববার পর্যন্ত ১২ কোটি ৫৪ লাখ ৯০ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসের প্রথম ডোজ পেয়েছেন। দ্বিতীয় ডোজ পেয়েছেন ৮ কোটি ৬৮ লাখ ৪৪ হাজারের বেশি মানুষ।