মৃত্যু আরও ৮ জন, নতুন শনাক্ত ৫২৯
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৬ মার্চ ২০২২, ৬:০০:৩৫ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৮৫ জনে। আজ রোববার স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে আরও ৫২৯ জনের দেহে। এ নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৭ হাজার ২৬৬ জনে। গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ১৩২ জনের নমুনা পরীক্ষা হয়েছে। শনাক্তের হার ২ দশমিক ৬৩ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৪০ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৪৩ হাজার ৩৩৮ জন।
এর আগে গতকাল শনিবার (৫ মার্চ) করোনা আক্রান্ত হয়ে আরও ১৩ জন মারা যান। এ সময় ৩৬৮ জনের দেহে করোনা শনাক্ত হয়।