বিশ্বনাথে মুসলিম হেল্প ইউকের মেটারনিটি হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০১ মার্চ ২০২২, ১০:৩৭:৪২ অপরাহ্ন
সংবাদদাতা : বিশ্বনাথে মুসলিম হেল্প ইউকের উদ্যোগে মেটারনিটি হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে গতকাল ২৮ ফেব্রুয়ারি। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট-২ আসনের এমপি মোকাব্বির খান। সভাপতিত্ব করেন এম এইচ মাল্টিপারপাস চেয়ারম্যান আবদুছ ছোবহান। বিশেষ অতিথি ছিলেন বিশ্বনাথ উপজেলা নির্বাহি অফিসার নুসরাত জাহান ও বিশ্বনাথ থানার অফিসার ইন চার্জ গাজি আতাউর রহমান।
সভা শেষে মেটারনিটি হসপিটালের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খাঁন।



