বিশ্বের সবচেয়ে বড় উড়োজাহাজ ‘ম্রিয়া’ ধ্বংস করেছে রাশিয়া
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১:১০:১৩ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : কিয়েভের কাছে হোস্তমেল বিমানবন্দরে আক্রমণ করে রাশিয়া বিশ্বের সবচেয়ে বড় বিমান আন্তোনভ এএন-২২৫ ‘ম্রিয়া’ ধ্বংস করেছে বলে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা দাবি করেছেন।
রোববার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী এক টুইটবার্তায় উড়োজাহাজটির একটি ছবি দিয়ে বলেন, ‘এটি ছিল বিশ্বের বৃহত্তম বিমান এএন-২২৫ ‘ম্রিয়া’ (ইউক্রেনীয় ভাষায় স্বপ্ন)। রাশিয়া হয়তো আমাদের ‘স্বপ্ন’ ধ্বংস করেছে। কিন্তু তারা কখনোই আমাদের শক্তিশালী, স্বাধীন ও গণতান্ত্রিক ইউরোপীয় রাষ্ট্রের স্বপ্নকে ধ্বংস করতে পারবে না। আমরা জয়ী হব!’
উড়োজাহাজটি সোভিয়েত ইউনিয়নের শেষ দিকে ১৯৮০’র দশকে তৈরি করা হয়েছিল। স্পেস শাটল পরিবহনের জন্য এটি তৈরি করা হয়।




