রাশিয়ার মিসাইল হামলা, রাজধানী ছেড়ে পালাচ্ছে ইউক্রেনীয়রা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১:৩৯:৪১ অপরাহ্ন
ইউক্রেনের রাজধানি কিয়েভ।
অনুপম প্রতিবেদক : আজ ভোর রাতে রাশিয়ার মিসাইল হামলার পর ইউক্রেনের রাজধানী কিয়েভ ছেড়ে পালাচ্ছেন ইউক্রেনীয়রা। ৬০ হাজার স্কয়ার কিলোমিটারের কয়লাখনি সমৃদ্ধ উত্তরের ভুখণ্ড ডনবাস, যেখানে দুটি অঞ্চলে বিভক্ত স্বাধীনতাকামীরা আলাদা রাষ্ট্র বানাতে চায়। ২০১৪ থেকে সেখানে বিচ্ছিন্নতাবাদীদের সাথে ইউক্রেনীয় সেনাবাহিনীর লড়াই চলে আসছে। শান্তি চুক্তি হয়েছে কয়েকবার। সেসব ভেস্তে গেছে। ওই অঞ্চলের স্বাধীনতাকামীরা রাশিয়ার সমর্থন পাচ্ছে। ইউক্রেনকে সমর্থন দিয়ে আসছে পশ্চিমের শক্তিধরেরা। স্বার্থসংশ্লিষ্ট ব্যাপার আছে। আছে বিশ্বরাজনীতির হিসাব।
বৃহস্পতিবার ভোরে কিয়েভে মিসাইল হামলা করে রাশিয়া। ইউক্রেন স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। এরপর দেশটির প্রেসিডেন্টও এই হামলার বিষয়ে নিশ্চিত করেন।
সকালে পরপর পাঁচ থেকে ছয়টি স্থানে ভয়াবহ বিস্ফোরণ ঘটে বলে গণমাধ্যমের খবরে জানা গেছে। বিস্ফোরণ শুরু হতেই কিয়েভজুড়ে বেজে ওঠে সাইরেন। আতঙ্কে রাজধানী শহর থেকে পালাতে শুরু করেছেন সেখানকার বাসিন্দারা। শহরের রাস্তায় সারি সারি গাড়ি দেখা গেছে। এসব গাড়িতে করেই মানুষ কিয়েভ ছেড়ে পালাচ্ছে।
এদিকে, ইউক্রেনে একযোগে তিন দিক থেকে হামলা শুরু করেছে রাশিয়া- এমনটি দাবি করেছে ইউক্রেনের বর্ডার সার্ভিস কর্তৃপক্ষ।
সংস্থাটির দাবি, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে বেলারুশ, রাশিয়া ও ক্রিমিয়া সীমান্ত এলাকা দিয়ে একযোগে হামলা শুরু করেছে রুশ সেনারা।”
ইউক্রেনের বর্ডার সার্ভিস জানিয়েছে, “লুহানস্ক, সুমি, খারকিভ, চেরনিহিভ ও ঝিতোমির অঞ্চলে হামলা চালানো হচ্ছে। এসব হামলায় ইউক্রেনের বর্ডার ইউনিট, বর্ডার টহল ও চেকপয়েন্টগুলোকে টার্গেট করা হচ্ছে। ব্যবহার করা হচ্ছে কামান, ভারী সরঞ্জাম এবং ছোট অস্ত্র।
স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এক টেলিভিশন বক্তৃতায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ডনবাস তথা ডোনেটস্ক ও লুহানস্কে সেনা অভিযানের ঘোষণা দেন। এরপরই দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়।
এরই মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভের পাঁচ থেকে ছয়টি স্থানে বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে। এছাড়া ডোনেটস্কের ক্রামাটস্কেও ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
এদিকে, সেনা অভিযানের ঘোষণা দিয়ে পুতিন ডনবাসে নিয়োজিত ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন।
পুতিন বলেন, “আপনারা আপনাদের অস্ত্র সমর্পণ করুন এবং ঘরে ফিরে যান।”




