ফেঞ্চুগঞ্জে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩৬:০৯ অপরাহ্ন
সংবাদদাতা : সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, বিএনপি-জামায়াত এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। অন্যদিকে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নেওয়ার পাশাপাশি মানবিক কার্যক্রমও চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ। আর্তমানবতার সেবায় মানুষের পাশে দাঁড়ানো বঙ্গবন্ধু ও তার কন্যা শেখ হাসিনার শিক্ষা।
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শুক্রবার বিকেল ৩টায় ফেঞ্চুগঞ্জ বাজারের চন্ডী প্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে বাংলাদেশ বিশ্ব মানচিত্রে আজ উন্নয়নের রোল মডেল। ধন্য পিতার ধন্য কন্যা জননেত্রী শেখ হাসিনা, যতদিন শেখ হাসিনার হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। স্বেচ্ছাসেবক লীগ দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিজন কুমার দেবনাথের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল আউয়াল কয়েছের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সুব্রত পুরকায়স্থ, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম. মাহবুবুল হাসান, উপ পানি সম্পদ বিষয়ক সম্পাদক জামিল আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক আবদুল বাছিত টুটুল।
সম্মেলনের উদ্বোধন করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ। প্রধান বক্তার বক্তব্য রাখেন- জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ কয়েছ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি নেওয়াজুর রহমান, সাংগঠনিক সম্পাদক রওনক আহমেদ, সমাজকল্যাণ সম্পাদক জাবেদ আহমদ, শিক্ষা ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ওলিউর রহমান, সদস্য খালেদুর রহমান লিটন, মুজিবুর রহমান মুজিব, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খান, সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ সুহেল আহমদ, সাহাব উদ্দিন, আবদুল হাফিজ, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি অর্পুব দেবনাথ ও ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুহেদ আহমদ।
সভার কোরআন তেলাওয়াত করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আতিকুর রহমান সুজন। গীতা পাঠ করেন রনজিৎ দেবনাথ। শোক প্রস্তাব করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাছিক আহমদ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ কয়েছ ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।
সম্মেলনে সভাপতি পদপ্রার্থী হিসেবে ৭ জন ও সাধারণ সম্পাদক পদে ৯ জন প্রার্থীতা ঘোষণা করেন।
সভাপতি পদ প্রত্যাশীরা হলেন- আজিম উদ্দিন, সুহেল আহমদ, মিনহাজ উদ্দিন আহমদ, আক্তার হোসেন, সাইফুল ইসলাম, রাছিক আহমদ ও মোসলেহ উদ্দিন আহমদ মঞ্জু।
সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীরা হলেন- জুনেদ আহমদ, জাবেদুর রহমান ডেনেছ, তোফায়েল আহমদ ইমন, আশরাফুল হাসান চৌধুরী কামরান, আব্দুর রহমান লিমন, নাহিদ সুলতান পাশা, রাজু আহমদ রাজন ও সালমান আহমদ লিমন।



