বিশ্বনাথে পুষ্টি সমন্বয় কমিটির সভা সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১:২৭:৪৬ অপরাহ্ন
সংবাদদাতা : সিলেট জেলার বিশ্বনাথ উপজেলায় পুষ্টি সমন্বয় কমিটির সভা সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নুসরাত জাহান। বহু খাতভিত্তিক পুষ্টি কার্যক্রম বাস্তবায়নে পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে, আরডিআরএস বাংলাদেশ ও সূচনা কর্মসূচির সহযোগীতায় অনুষ্ঠিত হয় এ সভা। পরিচালনা করেন সূচনা প্রকল্প বিশ্বনাথের পুষ্টি কর্মকর্তা হামিদা হক।
সভায় বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার, পুষ্টি কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রহমাস মুসা, উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, ভ্যাটেনারী সার্জন সামিয়া সুলতানা, স্থানীয় সরকার প্রকৌশলী সঞ্জিত চন্দ্র সরকার, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন সভাপতি সাইফুল ইসলাম বেগ, উপজেলা নির্বাহী অফিসের প্রশাসনিক কর্মকর্তা নান্টু মোহান চন্দ্র প্রমুখ।



