আরও ৪১ জনের মৃত্যু হলো দেশে, নতুন শনাক্ত ৭,২৬৪
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০২২, ৮:০৮:৫৫ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : দেশে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৭৪৪ জনে। একই সময়ে নতুন করে আরও ৭ হাজার ২৬৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ লাখ ৯৪ হাজার ৫৩৫ জনে।
বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১১ হাজার ৪৬ জন। মোট সুস্থ ১৬ লাখ ৪৪ হাজার ৬২৮ জন। নমুনা পরীক্ষা হয় ৪২ হাজার ৮৬৭ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৬ দশমিক ৯৫ শতাংশ।
এর আগে বুধবার দেশে করোনাভাইরাসে ৩৩ জনের মৃত্যু হয়েছিল। এ ছাড়া রোগী শনাক্ত হয়েছিলেন আরও ৮ হাজার ১৬ জন।