চিরনিদ্রায় শায়িত হলেন শায়খুল হাদিস আল্লামা হাবিবুর রহমান
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ২:০৮:০২ অপরাহ্ন
অনুপম নিউজ : চিরনিদ্রায় শায়িত হলেন প্রখ্যাত আলেমেদ্বীন, আরব আমিরাতের বিচার বিভাগের সাবেক কর্মকর্তা ও জকিগঞ্জের ইছামতি কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শায়খুল হাদিস আল্লামা হাবিবুর রহমান মুহাদ্দিস ছাহেব (৮৯)।
লাখো মানুষের উপস্থিতিতে মঙ্গলবার ৮ ফেব্রুয়ারি বিকেল ৩টায় জকিগঞ্জ থানাবাজার সংলগ্ন মাঠে জানাযার নামাজ শেষে নিজের প্রতিষ্ঠিত রারাই গ্রামস্থ আল-হাবীব জামে মসজিদের উত্তর পাশে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
জানাযার নামাজে ইমামতি করেন আল্লামা হাবিবুর রহমান মুহাদ্দিস ছাহেবের বড় ছেলে মাওলানা আব্দুল আউয়াল হেলাল। জানাজায় দেশের শীর্ষ আলেম, রাজনীতিক, সরকারি কর্মকর্তাসহ দেশের নানা প্রান্ত থেকে লাখো ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। এ সময় দেশবরেণ্য আলেম আল্লামা হবিবুর রহমান ছাহেবের ভক্ত, অনুসারী, শিক্ষার্থীসহ জানাযায় আসা ধর্মপ্রাণ মানুষ কান্নায় ভেঙে পড়েন।
উল্লেখ্য মাওলানা হাবিবুর রহমান বার্ধক্যজনিত কারণে অনেকদিন ধরে শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন তিনি। সোমবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে তিনি নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। তাঁর ৪ ছেলে ৩ মেয়েসহ অসংখ্য ভক্ত, অনুসারী, মুরিদীন, শিক্ষার্থী ও শুভাকাংখী রয়েছেন।
আল্লামা হবিবুর রহমান মুহাদ্দিস ছাহেব জীবদ্দশায় অসংখ্য মসজিদ, মাদ্রাসা, এতিমখানা প্রতিষ্ঠা করেছেন। ধর্ম প্রসারে তিনি বিশ্বের বিভিন্ন দেশে দাওয়াতি সফর করেছেন বহুবার। দেশ বিদেশে তাঁর অসংখ্য ভক্ত অনুসারী রয়েছেন। মৃত্যুর প্রায় ২মাস আগ পর্যন্ত তিনি হাদিস শরীফের দরস দিতেন।



