ফেঞ্চুগঞ্জে সৈয়দ মোঃ তোফাজ্জল হোসেন স্মৃতি বৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ৭:৫৫:০৭ অপরাহ্ন
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : নূরুল হক এডুকেশন ট্রাস্ট ফেঞ্চুগঞ্জ-ইউকের পক্ষ থেকে সৈয়দ মোঃ তোফাজ্জল হোসেন স্মৃতি বৃত্তি বিতরণ অনুষ্ঠান ৭ ফেব্রুয়ারি সোমবার কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের ফেঞ্চুগঞ্জ কমিটির সভাপতি অধ্যক্ষ রবীন্দ্র কুমার নাথ। প্রধান অতিথি ছিলেন নূরুল হক এডুকেশন ট্রাস্টের উপদেষ্টা মোঃ জাহাঙ্গীর খান। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য আদালতের জজ, বাংলাদেশ আইন কমিশনের উপদেষ্টা নজরুল খসরু, ট্রাস্টের সহ সভাপতি আব্দুল মুহিত, ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ সৈয়দ নূরুজ্জামান, ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দীন আতহার, হাটুভাঙ্গা মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট বাহাউদ্দীন, কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাদুজ্জামান, ফরিজা খাতুন চৌধুরী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসবাউর রহমান, ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাফায়াত হোসেন, বিশিষ্ট চিকিৎসক ডাঃ জাকির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হারুনূর রশীদ, প্রাক্তন শিক্ষক রশিদ আহমদ ও ফয়জুল ইসলাম মানিক।
কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল জাবিদ ও নিরঞ্জন প্রসাদের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ আব্দুল লতিফ আরাফাত, গীতা পাঠ করেন উত্তম কুমার চৌধুরী। সভায় বক্তব্য রাখেন বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের পক্ষে আলভী আহমদ ও মাহদী ইসলাম, সম্মাননা প্রাপ্ত শিক্ষক সৈয়দ মোস্তাক আহমদ সাইফুল্লাহ কেনেডি, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দীন ইসকা প্রমুখ।
বিশেষ অতিথি আইনজ্ঞ নজরুল খসরু ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, সবচেয়ে বড় শক্তি হল শিক্ষা এবং সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে কলম। কাজেই জ্ঞান অর্জন করার কোন বিকল্প নাই। সততার সাথে দেশ ও সমাজের সেবা করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ জাহাঙ্গীর খান নূরুল হক এডুকেশন ট্রাস্টের লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরে বলেন, করোনা মহামারির প্রবল প্রতিকূলতার মধ্য দিয়ে জীবন-জীবিকাকে এগিয়ে নিতে হবে। ছাত্রদেরকে মাতৃভাষার সাথে সাথে ইংরেজি শিখতে হবে। ফেঞ্চুগঞ্জের শিক্ষার মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগ নেওয়ার জন্যে ট্রাস্টের পক্ষ থেকে আহবান জানান।
সভায় ২০২১ সালের জন্যে কাসিম আলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক সৈয়দ তোফাজ্জল হোসেন স্মৃতি বৃত্তি লাভ করে ১১২ জন মেধাবী ছাত্র-ছাত্রী। উপজেলার কলেজ, মাদরাসা, মাধ্যমিক এবং প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে ৭ জন শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ও শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া ‘অন্তরে অঃনিশেষ’ নামে সংকলন প্রকাশ করা হয়। এছাড়া ব্যারিস্টার নজরুল খসরুর সৌজন্যে কলম বিতরণ করা হয়।