সিলেট-ফেঞ্চুগঞ্জ-মৌ.বাজার সড়ক ৪ লেন করার ডিও লেটার দিয়েছেন এমপি হাবিব
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ১০:২৮:৫২ অপরাহ্ন
সিলেট অফিস : সিলেট-ফেঞ্চুগঞ্জ-মৌলভীবাজার সড়ক ৪ লেনে উন্নীত করার প্রস্তাব দিয়েছেন সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব।
দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর হতে ফেঞ্চুগঞ্জ হয়ে মৌলভীবাজার পর্যন্ত রাস্তা সংস্কার কাজ (প্রায় ১৯ কোটি টাকা ব্যয়ে) শীঘ্রই শুরু হচ্ছে। একটি উন্নত ও টেকসই সড়কের মাধ্যমে নান্দনিক এলাকায় রুপান্তরিত হওয়ার পথে এগিয়ে যাচ্ছে দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জ, লিখেছেন এমপি হাবিব আজ ৪ ফেব্রুয়ারি তাঁর ফেসবুক স্ট্যাটাসে।
উল্লেখ্য, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে এমপি হাবিব ডিও লেটার দিয়ে সিলেটের গুরুত্বপূর্ণ এ সড়ক ৪ লেন করার প্রস্তাব করেছেন।
ডিও লেটারে হাবিব উল্লেখ করেন, বর্তমান সরকার অতীতের মতো বর্তমানে দেশের সার্বিক উন্নয়নে পূর্বশর্ত হিসেবে যােগাযােগ অবকাঠামাে উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সেতুমন্ত্রী দৃঢ়তাপূর্ণ নেতৃত্বে দেশবাসীর বহুল আকাঙ্ক্ষার যােগাযোগ ব্যবস্থার উন্নয়ন হচ্ছে।
তিনি বলেন, সিলেট-ফেঞ্চুগঞ্জ-মৌলভীবাজার সড়কটি সিলেট থেকে শুরু করে তাঁর নির্বাচনী এলাকার ফেঞ্চুগঞ্জ উপজেলা হয়ে মৌলভীবাজার জেলার সাথে সংযুক্ত হয়েছে। সড়কের পাশে দেশের অন্যতম একটি অত্যাধুনিক সার কারখানা নির্মাণ করা হয়েছে।
এছাড়াও এখানে ৪টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে। মৌলভীবাজার জেলা ও রাজনগর, কুলাউড়া, ফেঞ্চুগঞ্জ উপজেলার জনসাধারণের সিলেটে যাতায়াতের অন্যতম সড়ক পথ এটি। নিরাপদ যানবাহন চলাচলের বিবেচনায় সড়কটিকে ৪ লেনে উন্নীত করা প্রয়ােজন।
সড়কটি ৪ লেনে উন্নীত করা হলে ফেঞ্চুগঞ্জ সার কারখানায় উৎপাদিত সার ঢাকা-সিলেট ৬ লেনের মহাসড়ক ব্যবহার করে সমগ্র বাংলাদেশে অল্প সময়ে পৌঁছে দেয়া সম্ভব হবে।


