সিলেটে করোনায় মৃত্যু ২, নতুন আক্রান্ত ৬৬৩ জন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০১ ফেব্রুয়ারি ২০২২, ৪:৩৯:৩৬ অপরাহ্ন
সিলেট অফিস : সিলেটে করোনা আক্রান্ত আরও ২ জন মারা গেছেন। তারা দুজনই পুরুষ। একজনের বাড়ি সিলেট জেলার বিশ্বনাথে ও আরেকজনের বাড়ি গোলাপগঞ্জে। বিশ্বানাথের মারা যাওয়া ব্যক্তির বয়স ৭০ বছর ও গোলাপগঞ্জের ব্যক্তির বয়স ৭৫ বছর।
তারা দুজন গতকাল (সোমবার) রাতে সিলেটের ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যান। এ নিয়ে সিলেট বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১২০০।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের তথ্য অনুযায়ী- সোমবার (৩১ জানুয়ারি) সকাল ৮টা থেকে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত এই ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৬৬৩ জন। এর মধ্যে সিলেট জেলায় ৪৬৮, সুনামগঞ্জে ৩৭, হবিগঞ্জে ৩০ ও মৌলভীবাজারে ৪১ জন। এছাড়াও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বিভিন্ন স্থানের আরও ৮৭ জনের শরীরে ধরা পড়েছে করোনাভাইরাসের অস্তিত্ব। এই ৬৬৩ জনকে নিয়ে সিলেট বিভাগে মোট করোনা আক্রান্ত শনাক্তের সংখ্যা ৬৩ হাজার ২৮৬।
সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত করোনা থেকে সেরে ওঠেছেন ৯৪ জন। এ নিয়ে সিলেটে মোট সুস্থ হওয়ার সংখ্যা ৫১ হাজার ৪৭৪ জন।
এ পর্যন্ত মারা ১২০০ জনের মধ্যে সিলেট জেলার ৮৮৬, সুনামগঞ্জের ৭৫, হবিগঞ্জের ৪৯ ও মৌলভীবাজারের ৭২ জন। এছাড়াও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়া বিভিন্ন স্থানের আরও ১১৮ জন করোনায় মৃত্যুরবরণ করেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে আরও জানা গেছে, গত ২৪ ঘণ্টায় সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪ জন করোনা রোগী। আর বর্তমানে বিভিন্ন হাসপাতালে মোট ১৫৩ জন করোনা রোগী চিকিৎসাধীন। এর মধ্যে ১২ জন রয়েছেন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে)।