সিলেটে প্রতি ১০০ জনে ৪০ জন করোনা আক্রান্ত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৬ জানুয়ারি ২০২২, ৪:৪৪:২৭ অপরাহ্ন
সিলেট অফিস : সিলেটে আরও ৬৯৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনাক্তের হার ৩৯.৪৯ ভাগ। অর্থাৎ, প্রতি ১০০ জনের প্রায় ৪০ জনই করোনা আক্রান্ত।
স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় জানায়, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টার মধ্যে সিলেট বিভাগে নমুনা পরীক্ষা করা হয় ১৭৬৫ জনের। তাতে করোনা শনাক্ত হয় ৬৯৭ জনে।
নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলায় ৪৩৪ জন রয়েছেন। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৫৭ জন, মৌলভীবাজারের ১২৩ জন ও হবিগঞ্জের ৮৩ জন রয়েছেন।
সবমিলিয়ে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৫৯ হাজার ৯৭৭ জন। এদিকে, গত একদিনে সুস্থ হয়েছেন ১৩৪ জন। সবমিলিয়ে সুস্থতার সংখ্যা এখন ৫০ হাজার ৮২৯ জন। এ বিভাগে মারা গেছেন ১ হাজার ১৯৩ জন।