সিলেটে করোনা আক্রান্ত ৫ শতাধিক একদিনে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০২২, ৪:৫৯:৫২ অপরাহ্ন
সিলেট অফিস : আজ সকাল ৮টা পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় মারা গেছেন আরও দুজন। এ সময়ে করোনাক্রান্ত হয়েছেন পাঁচ শতাধিক ব্যক্তি। যা গত প্রায় ছয় মাসের মধ্যে সর্বোচ্চ শনাক্ত।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় জানায়, গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টার মধ্যে সিলেট বিভাগে করোনাক্রান্ত দুই ব্যক্তি মারা গেছেন। তারা সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ১৯১ জনে।
এর আগে গত শুক্রবার সকাল ৮টার পূর্ববর্তী চব্বিশ ঘন্টায় দুইজন মারা গিয়েছিলেন। এ মাসে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে করোনায়।
এদিকে, গত একদিনে সিলেটজুড়ে করোনাক্রান্ত ৫২৯ লোক শনাক্ত হয়েছেন। ১৪৬৪ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়। শনাক্তের হার ৩৬.১৩ ভাগ!
শনাক্তদের মধ্যে সর্বোচ্চ ৩৯৭ জন সিলেট জেলার। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৩৭, মৌলভীবাজারের ৭০ জন ও হবিগঞ্জের ২৫ জন রয়েছেন।
সিলেট বিভাগে করোনা রোগীর সংখ্যা এখন ৫৭ হাজার ৯৯৮ জন।
এদিকে, সর্বশেষ চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন ৬৪ জন। সবমিলিয়ে সুস্থ ব্যক্তির সংখ্যা ৫০ হাজার ৪৭৩ জন। নতুন ৪৪ জনসহ বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৪৯ জন।