সিলেটে গত একদিনে আর ৩২৮ জন করোনা আক্রান্ত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০২২, ৩:৩২:৫৫ অপরাহ্ন
সিলেট অফিস : সিলেটে করোনাভাইরাসে আরও ৩২৮ জন সংক্রমিত হয়েছেন। পরীক্ষা অনুপাতে সংক্রমণের হার ২৩.৯৮ ভাগ।
স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় জানায়, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টার মধ্যে সিলেট বিভাগে নমুনা পরীক্ষা করা হয় ১৩৬৮টি। এতে ৩২৮ জনের মধ্যে করোনার অস্তিত্ব ধরা পড়ে।
আক্রান্তদের মধ্যে সিলেট জেলার বাসিন্দা ২৪৭ জন। এ ছাড়া সুনামগঞ্জের ১ জন, মৌলভীবাজারের ৫২ জন ও হবিগঞ্জের ২৮ জন রয়েছেন।
সবমিলিয়ে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৫৭ হাজার ৪৬৯ জন।
এদিকে, গত চব্বিশ ঘন্টায় ৬০ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। সুস্থদের সংখ্যা এখন ৫০ হাজার ৪০৯ জন।