অর্ধেক লোকবলে অফিস চালানোর সিদ্ধান্ত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০২২, ১:৫৮:৩৮ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : দেশে কোভিড-১৯ সংক্রমণ নিয়ন্ত্রণ করতে অর্ধেক জনবল দিয়ে অফিস চালানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। এ ব্যাপারে শিগগিরই প্রজ্ঞাপন জারি হবে বলেও জানান তিনি।
শুক্রবার (২১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘গণপরিবহনে যাতে ভোগান্তি না হয়, সে জন্য অর্ধেক লোক দিয়ে অফিস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
করোনা সংক্রমণ আশঙ্কাজনকভাবে বেড়ে যাচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এ অবস্থায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই সপ্তাহ পরে পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’ জনগণের প্রতি সরকারের দেওয়া ১১ দফা বিধিনিষেধ মানারও আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।