শাবিতে অনশন চলছে, দুই শিক্ষার্থী অসুস্থ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০২২, ১২:০৩:২৯ অপরাহ্ন
সংবাদদাতা : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন চলছেই। গতকাল বুধবার বিকাল ৩টা থেকে এই অনশন শুরু করেছেন ২৪ শিক্ষার্থী। এরপর পেরিয়ে গেছে প্রায় ২০ ঘন্টা। তারা অনশন চালিয়ে যাচ্ছেন। কনকনে শীতের রাতেও উপাচার্যের বাসভবনের সামনে থেকে সরেননি অনশনকারীরা। এরিমধ্যে দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদেরকে মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অসুস্থ শিক্ষার্থীরা হলেন-বাংলা বিভাগের মোজাম্মেল হক এবং সমাজকর্ম বিভাগের দীপান্বিতা বৃষ্টি।
অনশনকারীদের সমর্থন ও সাহস জোগাতে আরও বিপুল সংখ্যক শিক্ষার্থী তাদের সাথে অবস্থান করছেন।
এদিকে, আন্দোলনরত শিক্ষার্থীদের সহমর্মিতা জানাতে গতকাল বুধবার রাত পৌনে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষসহ প্রায় দুইশ’ শিক্ষক সেখানে যান। কিন্তু শিক্ষার্থীরা তাঁদেরকে কথা বলার সুযোগ দেননি। তারা দাবি করেন, যদি শিক্ষকরা উপাচার্যের পদত্যাগের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করেন, তবেই তাঁরা বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন।
জানা গেছে, শাবির বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্টের অসদাচরণের প্রতিবাদে গত বৃহস্পতিবার রাতে ওই হলের ছাত্রীদের মাধ্যমে সূচিত হয় আন্দোলন। গত শনিবার আন্দোলনরতদের ওপর ছাত্রলীগ নেতা-কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এতে নতুন মাত্রা পায় আন্দোলন। হলের প্রভোস্টের অপসারণ, অব্যবস্থপনা দূর, ছাত্রলীগের হামলার বিচার চেয়ে পরদিন রবিবার সকল শিক্ষার্থী আন্দোলনে সামিল হন। সেদিন উপাচার্যকে অবরুদ্ধ করেন শিক্ষার্থীরা। তাকে মুক্ত করতে অ্যাকশনে যায় পুলিশ, শিক্ষার্থীদের সঙ্গে বাঁধে সংঘর্ষ। এতে শিক্ষার্থীসহ অর্ধশতাধিক আহত হন।




