দোলনার রশিতে প্যাঁচ লেগে শিশুর মৃত্যু
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০২২, ৯:৫৭:৩৭ অপরাহ্ন
সংবাদদাতা : সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় খেলতে গিয়ে দোলনার রশিতে গলায় ফাঁস লেগে মাইশা (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মর্মান্তিক ওই দুর্ঘটনাটি বৃহস্পতিবার বিকেলে ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের মোগলপুর গ্রামে।
জানা গেছে, ওইদিন বিকেলে বাসায় মাইশা ও তার অন্য দুই বোন বাসায় বাঁধা দোলনায় খেলছিল। এক পর্যায়ে দোলনার রশিতে মাইশার গলা পেঁচিয়ে গেলে দম বন্ধ হয়ে সে মারা যায়।
মাইশার অন্য বোনের চিৎকার শুনে তার মা দৌঁড়ে এসে দেখেন মেয়ে দোলনার রশির সঙ্গে গলা প্যাঁচ লেগে ঝুলে রয়েছে। উদ্ধার করে মাইশাকে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



