আজমিরীগঞ্জে ট্রান্সফরমার চুরি করার সময় মৃত্যু ২
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৬ জানুয়ারি ২০২২, ১২:৩৭:৩২ অপরাহ্ন
সংবাদদাতা : হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। পুলিশের ধারণা, ট্রান্সফরমার চুরি করতে গিয়ে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ভোর রাতের দিকে আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা বাজারের কাছে এ ঘটনা ঘটে। আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত ব্যক্তিদের মধ্যে একজন হলেন কিশোরগঞ্জের ইটনা উপজেলার লাইমপাশা বড়হাটির মো. সালমান। আরেকজনের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। তিনি জানান, স্থানীয় লোকজন বৃহস্পতিবার সকালে বৈদ্যুতিক খুঁটিতে একজনকে পোড়া অবস্থায় ঝুলতে দেখে। আরেকজনের মরদেহ মাটিতে পড়ে ছিল। এরপর তারা পুলিশকে বিষয়টি জানায়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহগুলো উদ্ধার করেছেন। ওসি বলেন, ‘ধারণা করা হচ্ছে, ট্রান্সফরমার চুরির সময় তারা দুজন বিদ্যুৎস্পৃষ্ট হয়। খুঁটির নিচের পুকুরে দুটি ট্রান্সফরমার পাওয়া গেছে।’