বিশ্বনাথে দৌলতপুর আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজে সুবর্ণজয়ন্তী ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৬ ডিসেম্বর ২০২১, ৯:৫১:১৩ অপরাহ্ন
সিলেট অফিস : সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুরে আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজে মহান বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী উদযাপিত হয়েছে আজ ১৬ ডিসেম্বর বিজয়ের ৫০ বছর পূর্তির দিনে।
সকল শহীদের স্মরণে প্রথমে দৌলতপুরের শিক্ষাপ্রতিষ্ঠানটির পক্ষ থেকে স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে পৃথকভাবে দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগ এবং দৌলতপুর ইউনিয়ন সংস্থার পক্ষ থেকে পুষ্পস্তবক দেওয়া হয়।
সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃক এক আলোচনা সভায় আজ চার জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়। সভায় প্রত্যেককে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। তারা হলেন, দৌলতপুরের বীর মুক্তিযোদ্ধা মনির উদ্দিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মুনির আহমদ, বীর মুক্তিযোদ্ধা সিতাব আলী ও বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন।
উল্লেখ্য, মনির উদ্দিন চৌধুরী যিনি দৌলতপুরের এ আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন দীর্ঘ ২৪ বছর। প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাঁকে বীর সম্মাননা প্রদান করা হয়।
আজকের এ আলোচনা ও সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ার মিয়া। সভাটি সঞ্চালনা করে মাজেদুল হক।
এতে বক্তব্য রাখেন এ স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের দুই যুগের পরিচালনা কমিটির সভাপতি, অনুপম নিউজ টোয়েন্টিফোরের প্রধান সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা মনির উদ্দিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মুনির আহমদ, বীর মুক্তিযোদ্ধা সিতাব আলী ও বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন। এছাড়া আরও বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ হাসানুজ্জামান, বিশ্বনাথ উপজেলার আওয়ামীলীগের উপদেষ্টা আবুল বশর চৌধুরী, আরিফ উল্লাহ সিতাব, আজম আলী, রাসেল আহমদ, নজরুল ইসলাম প্রমুখ।
আজকের এ সুবর্ণজয়ন্তী উদযাপন ও সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন শিক্ষাপ্রতিষ্ঠানটির ছাত্র ছাত্রী, শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনায় বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার কাজে আত্মনিয়োগ করার আহবান জানান।



