ওমিক্রনে প্রথম মৃত্যু যুক্তরাজ্যে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০২১, ৯:৪৬:৩৭ অপরাহ্ন
লণ্ডন অফিস : যুক্তরাজ্যে করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। রয়টার্স জানিয়েছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন স্থানীয় সময় সোমবার এ তথ্য জানিয়েছেন। যুক্তরাজ্যের নাগরিকদের সম্ভব হলে এখন বাসা থেকে কাজ করা উচিত বলে মনে করছেন প্রধানমন্ত্রী বরিস জনসন।
সাংবাদিকদের ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, দুঃখজনক হলো, ওমিক্রনে সংক্রমিত হয়ে অন্তত একজন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তাই আমি মনে করি এই ধরন সম্পর্কে যে ধারণা- এটি কেবল ভাইরাসের মৃদু সংস্করণ সে ব্যাপারে আমাদের একটি বিষয় নির্দিষ্ট করার প্রয়োজন আছে। এটিও স্বীকার করতে হবে যে এই ধরনটি খুব দ্রুত মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে।
গত ২৭ নভেম্বর যুক্তরাজ্যে প্রথম ওমিক্রন শনাক্ত হওয়ার পর জনসন কঠোর বিধিনিষেধ আরোপ করার কথা বলেন। আর রোববার তিনি স্বাস্থ্য পরিষেবাকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে বোস্টার ডোজ নিতে দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
বৃটেনের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেছেন, করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন ‘অস্বাভাবিক হারে’ ছড়িয়েছে এবং ধারণা করা হচ্ছে সংক্রমণের প্রায় ৪০ শতাংশ লণ্ডনে হয়েছে এখন পর্যন্ত।